বিনোদন

অমিতাভ-অভিষেকের অবস্থা স্থিতিশীল

গত ১১ জুলাই সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন ও ৪৪ বছর বয়সী অভিষেক বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। তবে আজ স্বস্তির খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়েছে, বিগ বির অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি আইসোলেশনে আছেন।

নানাবতী হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক সামাদ আনসারি জানিয়েছেন, অমিতাভ ও অভিষেক উভয়েই স্থিতিশীল ও সুস্থ অনুভব করছেন। তিনি বলেন, ‘অমিতাভ ও অভিষেক দুজনেই স্থিতিশীল ও ভালো অনুভব করছেন। দুজনেই ভালোভাবে ঘুমিয়েছেন এবং খাবার খেয়েছেন।’

এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়া-আরাধ্য বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।