চলতি সপ্তাহে গরমের দাপটের সঙ্গেই রয়েছে বাংলায় হাইভোল্টেজ রাজনীতির উত্তাপ। দেশ জুড়ে দ্বিতীয় দফার লোকসভা ভোট আগামী শুক্রবার। রাজ্যের দ্বিতীয় দফার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে কেন্দ্রে ভোটের জন্য জোর কদমে প্রচার শুরু করেছে শাসক-বিরোধী শিবির। বিজেপি সূত্রে খবর, আগামীকাল ২৩ এপ্রিল উত্তরবঙ্গে জোড়া সভা করবেন অমিত শাহ। ইংলিশবাজার এবং করণদিঘিতে সভা রয়েছে তাঁর।
উল্লেখ্য, রবিবার দার্জিলিঙে তাঁর সভা ছিল। কিন্তু সেই সভায় প্রতিকুল আবহাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি তিনি। সভায় উপস্থিত সকলের জন্য ফোন মারফত বার্তা পাঠান শাহ। পাহাড়ে শান্তি বজায় রাখতে গেরুয়া শিবিরের প্রার্থীকে নির্বাচনে জয়ী করার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব । দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর মতো হেভিওয়েট বক্তাদের দিয়ে শুরু হচ্ছে হাইভোল্টেজ প্রচার সভা। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে পাহাড়ে প্রচারে আসতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।