This time, Home Minister Amit Shah sent a letter directly to Chief Minister Mamata Banerjee. Workers in West Bengal also want to return home. But the West Bengal government is not getting the expected help in this regard. West Bengal is not allowing special trains for migrant workers to enter the state.
লিড নিউজ

পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীকে পত্রবাণ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পত্রবাণ পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত সাহায্য করছে না বলে অভিযোগ তুলেছেন তিনি। একদিন আগেই এমন অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এবার এই অভিযোগ জানিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিঠিতে বাংলার সরকারকে দোষারোপ করে লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য রেলের বিশেষ ট্রেন রাজ্যে ঢুকতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ। বাংলার শ্রমিকদের জন্য এই ঘটনা রীতিমতো অন্যায়। অমিত শাহের এই চিঠির পরই রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এরই পাল্টা দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলেছে তৃণমূল নেতৃত্ব। ফলে ফের সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে শাহ লেখেন, ‘‌লকডাউন চলাকালীন দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া দু’লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের শ্রমিকরাও নিজেদের বাড়ি ফিরতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থেকে এই বিষয়ে আশানুরূপ সাহায্য পাওয়া যাচ্ছে না। এই অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গের শ্রমিকরা আরও আতান্তরে পড়বেন।’‌