রাজ্য লিড নিউজ

Amit Shah: আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজ শহরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদ্ম-শিবিরের একটি সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন তিনি। কলকাতায় পৌঁছে ৬ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরে বৈঠক করবেন তিনি। দিলীপ এবং শুভেন্দুর পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ৫ সাধারণ সম্পাদককে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার নবান্নে যাবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্বাঞ্চল পরিষদের বৈঠক করবেন। যদিও এই বৈঠকে থাকতে পারেন জোনাল ভাইস চেয়ারম্যানও। পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এ বার সেই সরকারি বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে এদিনের বৈঠকে ওড়িশা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, সিকিমের মুখ্যমন্ত্রীরাও নবান্নে হাজির থাকবেন।

এদিকে, শনিবারই অমিত শাহ যেতে পারেন রাজারহাটের বিএসএফ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। এমনকী এদিন সেরে নিতে পারেন জরুরি আলোচনাও। এরপর শনিবার রাতেই তিনি বিমানে দিল্লি যাবেন। অমিত শাহর সফর নিয়ে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘সরকারি অনুষ্ঠানে আসছেন উনি। পার্টির প্রোগ্রামে না। বিজেপি তাঁকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারে। তার বেশি কিছু নয়।’