লিড নিউজ

‘‌মমতাজির ইচ্ছে শীঘ্রই পূরণ হবে’‌

গোটা দেশে করোনা বেড়েই চলেছে। আনলক ১ শুরুর সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। অথচ সেই সমস্যার সমাধানের কথা না ভেবে আরও আগ্রাসী হয়ে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি দাবি করেন, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি। অর্থাৎ এখন তিনি সেই ঘুঁটি সাজাচ্ছেন।
কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমফান বিধ্বস্ত কঠিন সময়ে কেউ কেউ রাজনীতি করছেন। তিনি কিছুটা বিরক্ত হয়েই বলেন, অমিত শাহকে বলেছিলাম সরকার ভেঙে দিন। আর তা শুনে অমিত শাহ তাঁকে বলেন, ‘‌নির্বাচিত সরকারকে কী ভাবে ভাঙব?’‌
আর মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘‌যদি মমতাজির ইচ্ছে থাকে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার চালাবে, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, তাঁর সেই ইচ্ছে শীঘ্রই পূরণ হবে। বাংলার মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন।’‌ অমিত শাহের এহেন মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। তারা এই মন্তব্যের পাল্টা দিতে প্রস্তুতি নিচ্ছে বলে খবর।
এদিন অমিত হাসতে হাসতে বলেন, ‘‌আমি তো বাংলা চালাতে পারব না। কারণ আমি একজন সাংসদ। কিন্তু আমি নিশ্চিত করছি, আগামী বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়বে।’‌ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দিতে তাঁরা এখন ধনুক ভাঙা পণ করেছেন। যেভাবেই হোক এই সরকার ফেলে দিতে মরিয়া তাঁরা। অমিত শাহের বক্তব্যে তা স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।