পঞ্চায়েত নির্বাচনের আগে অন্তর্কলহে জর্জরিত বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে। সেই সংক্রান্ত বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত ৮ টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু।
এদিন রাতেই বিজেপির রাজ্য দফতরে পৌঁছন অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে বিজেপি রাজ্য দফতরে এলাহি আয়োজন করা হয়। ঢাক, ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানান লকেট চট্টোপাধ্যায়। এদিন কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ।
শুক্রবার রাতে বিজেপির রাজ্য দপ্তরের বৈঠকে শাহর তোপের মুখে পড়েন নেতারা। বেশ কয়েকদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নিয়ম করে একে অপরের বিরুদ্ধে বিবৃতি-পালটা বিবৃতি দিচ্ছেন। দলের এমন পরিস্থিতি তাঁর কাছে যে যথেষ্ট অস্বস্তিকর সেই বার্তা দিয়ে সফরের আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষকে বাংলায় পাঠিয়েছেন। শাহ চাইছেন পঞ্চায়েত ভোটের আগে অন্তত জোড়াতালি দিয়ে বিবাদে দীর্ণ বঙ্গ বিজেপির ঐক্য প্রতিষ্ঠা করতে।
শনিবার সকাল এগারোটা নাগাদ নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে জোনাল ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহর আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল ইত্যাদি বিষয়কে সামনে রেখে গত ৫ নভেম্বর নবান্ন সভাঘরে পূর্বাঞ্চল পরিষদের ওই বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে পৌরোহিত্য করার কথা ছিল শাহের। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এ বার সেই সরকারি বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে এদিনের বৈঠকে ওড়িশা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, সিকিমের মুখ্যমন্ত্রীরাও নবান্নে হাজির থাকবেন।
এদিকে, শনিবারই অমিত শাহ যেতে পারেন রাজারহাটের বিএসএফ ক্যাম্পে। সেখানে সেনাবাহিনীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন তিনি। এমনকী এদিন সেরে নিতে পারেন জরুরি আলোচনাও। এরপর শনিবার রাতেই তিনি বিমানে দিল্লি যাবেন।