জেলা

কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ অমিত শাহের

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের সফরে প্রথমেই তিনি যাবেন মেদিনীপুরে। শনিবার দুপুরে সভা করবেন। মধ্যাহ্নভোজ সারবেন এক কৃষক পরিবারে। স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজ নিয়ে সাজ সাজ রব। কৃষক সনাতন ওরফে ঝুনু সিংয়ের বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামের বাসিন্দা ঝুনু ওরফে সনাতন সিংয়ের দরিদ্র পরিবার। মাটির ঘরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তাঁকে কী খাওয়ানো যায়, সেই নিয়ে ভাবনাচিন্তা করছেন সনাতন। তবে অনেক ভাবনাচিন্তার পর তিনি ঠিক করেছেন লাউ মুগডালের বিশেষ পদ থাকবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেনুতে। সঙ্গে থাকবে ভাত, রুটি, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, খসলা শাকের ভাজা, লাউ মুগডাল, শুক্তো, চাটনি ও পাঁপড়। থাকছে স্যালাড এবং টক দই। মধ্যাহ্নভোজের প্রস্তুতিতে এখন থেকেই ব্যস্ত কৃষক সনাতন সিংয়ের পরিজনেরা। বিজেপি’‌র তরফে তা দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা সনাতন সিংয়ের বাড়ি ঘুরে গিয়েছেন। দিয়ে গিয়েছেন একাধিক পরামর্শও। ভিড় সামলাতে তাঁর বাড়ির সামনে বাঁশের ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে। আনাগোনাও বেড়েছে নেতা–কর্মীদের। সনাতনবাবুর দাবি, স্থানীয় বিজেপি নেতাদের কাছ থেকে যখন খবর পেলাম তখন নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না।
স্বরাষ্ট্রমন্ত্রীর হবিবপুরের সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে ঠিক ছিল সেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেবেন। তারপর ক্ষুদিরামের স্মৃতিবিজড়িত মাসির বাড়িতে গিয়ে মূর্তিতে মাল্যদান করবেন। এমনকী বসু পরিবারের চারজন উত্তরাধিকারীকে সংবর্ধনা দেওয়ার কথাও রয়েছে। তবে সেখানে কোনও মঞ্চ করার পরিকল্পনা ছিল না। এখন সূচিতে বদল ঘটিয়ে রাতারাতি সেখানে তৈরি হচ্ছে মঞ্চ। সেখানে দু’‌এক কথা বলতেও পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।