কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় আসতেই জট জটিলতা কাটার ইঙ্গিত মিলল। দূরত্ব ভুলে সরাসরি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে নিউটাউনের হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান শোভন–বৈশাখী। আর সেই রুদ্ধদ্বার বৈঠকের পর শোভনের এবং নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, ‘বঙ্গ–রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।’
বিজেপি’র বহু কর্মসুচিতেই আমন্ত্রণ থাকা সত্বেও গরহাজির থেকেছেন শোভন ও তাঁর বান্ধবী বৈশাখী। তা নিয়ে রাজনীতিতে অনেক জলঘোলা হতে শুরু করেছিল। তবে এসবের অবসান ঘটালেন তিনি অমিত সকাশে এসে। এবার অমিত শাহের সঙ্গে দেখা করার পর তিনি যে সক্রিয় হয়ে উঠবেন তা বান্ধবী বৈশাখী জানিয়ে দিয়েছেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হল শোভন রাজ্য নেতাদের বিশেষ গুরুত্ব দেন না। আর দলের সেনাপতিকেই তিনি নেতা হিসাবে মানেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার রাতে খানিকটা আচমকাই শোভনবাবু এবং বৈশাখীদেবী অমিত শাহর সঙ্গে দেখা করতে নিউটাউনের হোটেলে যান। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাঁদের মধ্যে। ফেসবুক পোস্টে বৈশাখীদেবী নিজেই সেই জল্পনা উসকে দিয়েছেন। তিনি বলেন, ‘একটা স্মরণীয় বৈঠক। এই বৈঠক আমাকে সমৃদ্ধ করেছে। এটা সন্তোষজি, শিবপ্রকাশজি, অরবিন্দ মেননজি, কৈলাস বিজয়বর্গীয়জি না থাকলে সম্ভব হত না। আমি নিশ্চিত আজকের বৈঠক বঙ্গ রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে।’
