জেলা

দক্ষিণেশ্বর থেকে তৃণমূলকে তোপ অমিতের

শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা–সহ আরও অনেকে। শাহকে অভ্যর্থনা জানাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। নিরাপত্তার স্বার্থে আপাতত দক্ষিণেশ্বরে বন্ধ দর্শনার্থীদের প্রবেশ। ভবতারিনী মন্দিরে পুজো দিয়ে দিনের শুরু করেন তিনি
এদিন বাঙালি বেশে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন অগ্নিমিত্রা পাল–সহ মহিলা মোর্চার সদস্যরা। নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যান অমিত শাহ। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের পরেই পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে সরিয়ে নেওয়া হল কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই ব্যাটালিয়নের মোট ১৪ কোম্পানি।
পুজো দিয়ে সাংবাদিকদের অমিত শাহ বলেন, ‘‌বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান। মহান মণীষীদের জন্ম এই পূন্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব ফিরে পাক সেই প্রার্থনাই তিনি ভবতারিণীর কাছে জানিয়েছেন। বঙ্গবাসীকে বলব একজোট হয়ে দায়িত্ব পালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদীর নেতৃত্বে দেশ এক নম্বরে পৌঁছক তাই চাই।’‌
এই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ দক্ষিণেশ্বরে ভবতারিনীর মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান অমিত শাহ। সেখান থেকে বাইরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, ‘‌এখানে তোষণের রাজনীতি চলছে। হারানো গৌরব ফিরে পাক বাংলা।’‌