দেশ ব্রেকিং নিউজ

‘‌পরিবারতন্ত্রই কংগ্রেসকে শেষ করছে’‌

এবার কংগ্রেসকে তুলোধনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস। রবিবার সেখানে গিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে নিশানা করলেন অমিত শাহ। নারায়ণস্বামীর বিরুদ্ধে গান্ধী পরিবারকে কাটমানি দেওয়ার অভিযোগও তুললেন শাহ। এখানে নির্বাচন আসন্ন। তার আগে এমন অভিযোগ তোলায় জোর চর্চা শুরু হয়েছে।
রবিবার পুদুচেরিতে বিজেপির সভায় অমিত শাহ বলেন, ‘‌কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছে নারায়ণস্বামী সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রধান কাজ ছিল দিল্লিতে গান্ধী পরিবারকে তুষ্ট করা। তাই কেন্দ্রীয় প্রকল্প থেকে ১৫০০ কোটি টাকা কাটমানি তিনি গান্ধী পরিবারে পাঠিয়েছেন।’‌ এই অভিযোগের পাল্টা অবশ্য কংগ্রেস এখনও কিছু বলেনি। তবে এই অভিযোগের কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পুদুচেরিতে কংগ্রেসের নারায়ণস্বামী সরকার পড়ে যাওয়ার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে অমিত শাহ বলেন, ‘‌দেশজুড়ে বিভিন্ন রাজ্যে কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে। কারণ দলটার পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য। শুধুমাত্র পুদুচেরিতেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। কারণ কংগ্রেসে প্রতিভার কোনও দাম নেই। পুদুচেরির মতো জায়গায় ৭৫ শতাংশ তরুণ বেকার। এখানে এনডিএ সরকার আনুন, বেকারির সংখ্যা নামিয়ে আনব।’‌