পরিস্থিতি যেন এক–লহমায় উলটে পালটে গেল। করোনা পরিস্থিতি নিয়ে যে উত্তরপ্রদেশে সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সরকারকেই এবার চরম ভর্ৎসনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। এমনকী নিজের ঘনিষ্ঠ মহলে এই ভর্ৎসনার কথা স্বীকার করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কেন এমন হল? জানা গিয়েছে, উত্তরপ্রদেশে করোনা টেস্ট কম হয়েছে। আর তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন অমিত শাহ। অথচ কিছু দিন আগেই ইউরোপের চারটে দেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন সব দেশের থেকেই উত্তরপ্রদেশের পরিস্থিতি খুব ভাল। ফলে প্রকৃত ভাল পরিস্থিতি কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আবার সরাসরি এই ভর্ৎসনা অমিত শাহের কাছ থেকে হওয়ায় যোগীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে গেল।
ঠিক কী ঘটেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেছিলেন শাহ। সেখানেই তিনি যোগী আদিত্যনাথকে প্রশ্ন করেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এত কম টেস্ট হচ্ছে কেন? যার উত্তর সঠিকভাবে দিতে পারেননি যোগী। তখনই বিরক্তি প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যা দেখতে পান অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উল্লেখ্য, নয়ডা তথা গৌতম বুদ্ধ নগরে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে গড়ে ৭২ আর গাজিয়াবাদে ৭৮টি টেস্ট হচ্ছে। দিল্লিতে টেস্ট হচ্ছে প্রতি ১০ লক্ষে ৩০,১৩৩ জনের। হরিয়ানার গুরুগ্রামে টেস্ট হচ্ছে ৪৮২।
ভর্ৎসিত হয়ে টেস্টের সংখ্যা বাড়ানোর আশ্বাস শাহকে দেন আদিত্যনাথ। তখন অমিত শাহ সকলের উদ্দেশ্যে বলেন, ‘ইতিহাস লেখা হলে, সেখানে কত মানুষ সুস্থ হয়ে উঠেছিলেন তা মানুষ মনে রাখবে না। তাঁরা মনে রাখবেন কত মানুষ এই মহামারিতে মারা গিয়েছিল।’