দেশ ব্রেকিং নিউজ

‘‌বাংলার ভূমিপুত্রই হবে মুখ্যমন্ত্রী’‌

বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্রই। শুক্রবার এক বেসরকারি সংবাদমাধ্যমের কনক্লেভে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিয়ে এই কথাই বললেন। আর তাতেই রাজ্য–রাজনীতিতে হাতড়ে বেড়াতে হচ্ছে কে সেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী?‌ তবে সেখানে নানা প্রশ্নের খোলাখুলি উত্তর দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এখন রাজ্যে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই চলছে। সব ঠিক থাকলে মার্চ মাসেই রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। বিজেপির এখন বাংলা জয়ই লক্ষ্য।
এখানেই বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে প্রশ্ন ওঠে। এই নিয়ে জনমানসে কম আগ্রহ নেই। জনগণের সেই আগ্রহ, নিরসনের জন্যই যেন অমিত শাহের দিকে এই সংক্রান্ত প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আর তা শুনে অমিত শাহ বলেন, ‘‌বাংলায় মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্রই। এক্ষেত্রে বাংলা ও বাঙালিত্বের সীমানাকে আরও সম্প্রসারিতভাবে কেন ভাবা হবে না।’‌ তিনি পাল্টা জিজ্ঞাসার সুরে জানান, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সর্বভারতীয় নেতা হয়েছিলেন, জনগণ–মন–অধিনায়ক দেশজুড়ে গাওয়া হয়। তখন তো আমরা আঞ্চলিকতার কথা তুলি না। তা হলে এক্ষেত্রে কেন? বিজেপি ক্ষমতায় এলে এখানে বাংলায় জন্ম এবং বাংলায় পড়াশোনা করেছেন এমন একজনই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।
অমিত শাহের এই মন্তব্যের মধ্যে দিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। কারণ এখনও তিনি কোনও নাম বলেননি। অথচ বিজেপি ভেতরে ভেতরে তা ঠিক করে রেখেছে। বাংলার সন্তান এবং বাংলায় জন্ম থেকে পড়াশোনা এমন একজন ব্যক্তিত্ব কে যিনি বিজেপিতে রয়েছেন। বিজেপির একটা সূত্র বলছে, বিজেপির বাইরে থেকেই মুখ্যমন্ত্রী হবে। তিনি এখন দলে নেই তবে দলে চলে আসবেন। নির্বাচনে জেতার পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। তাহলে তিনি কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন?‌ এই বিষয়ে অবশ্য কেউ কোনও কথা প্রকাশ্যে বলতে চাননি।