এবার থেকে হিন্দিতেই পড়তে পারবেন ডাক্তারি। রবিবার সেই হিন্দি বই প্রকাশিত হল। প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বইটি প্রকাশের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দিতে এমবিবিএস-এর বই তৈরি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, এই বইগুলি পড়ানো হবে মধ্যপ্রদেশের মেডিক্যাল কলেজে। প্রথম পর্যায়ে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং ফিজিওলজির বইয়ের হিন্দি সংস্করণ তৈরি হয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এই তিনটি বিষয়েই টেকনিক্যাল টার্মগুলি ইংরেজিতেই শিখবেন পড়ুয়ারা। খুব শীঘ্রই মধ্যপ্রদেশের ১৩টি সরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা এই বই পড়ার সুযোগ পাবেন।
জানা গেছে, মেডিক্যাল কলেজের ৯৭ জন শিক্ষক এবং বিশেষজ্ঞরা ৫ হাজার ৫৬৮ হাজার ঘণ্টা ধরে আলোচনা করে এই বই তৈরি করেছেন। তবে, এই কলেজ গুলিতে হিন্দিতে ডাক্তারি পড়ার জন্য আলাদা করে ক্লাস হবে না। যেসব পড়ুয়াদের ইংরেজিতে পড়তে সমস্যা হয়, তাদের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মধ্যপ্রদেশ সরকার।
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়েও অনেক সময় ইংরেজি পড়ুয়াদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংরেজির কারণে বহু পড়ুয়া পরীক্ষায় পাশ করতে পারেনা। যার কারণে ডাক্তারি পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেক পড়ুয়া। এই বই প্রকাশ দরিদ্র এবং পিছিয়ে পড়া পড়ুয়াদের জীবনে নতুন ভোর নিয়ে আসবে।”