বৃহস্পতিবার প্রথম দফার ভোট প্রচারের শেষ দিন। তাই বাংলার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পুর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় চারটি জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অমিতের বক্তব্য, ‘আপনাদের জিজ্ঞেস করছি, বাড়িতে পানীয় জল পান? ঘোষণাপত্রে বলা হয়েছে, দিদিকে বের করে দিন, ১০ হাজার কোটি টাকার শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে বিজেপি।’ এভাবেই একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
বাঘমুণ্ডি থেকে রাজ্যে শিল্পের অভাবের কথা তুলে অমিত শাহের দাবি, প্রথমে বাম সরকার, তারপর তৃণমূল কংগ্রেস। উদ্যোগপতিদের ভাগানোর কাজ করেছে। সিল্ক থেকে অটোমোবাইল সব উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছে। বিজেপির সরকার তৈরি করুন, শিল্প তৈরি হবে, কাজ পাবেন মানুষ। মোদীজি ১১৫টি স্কিম এনেছেন, দিদি এনেছেন ১১৫টি স্ক্যাম। এখন আপনারা ঠিক করুন কাকে আপনারা ভোট দেবেন।
এরপরই তিনি আক্রমণাত্মক সুরে বলেন, ‘২ মে দিদিকে সরান, ৩ মে থেকে ৫ লক্ষের স্বাস্থ্যবিমার খরচা বিজেপি দেবে। কৃষকের ঘরেও বকেয়া ১৮ হাজার টাকা পৌঁছনো হবে। জঙ্গলমহলের বিকাশের জন্য অনেক সংকল্প নেওয়া হয়েছে। আদিবাসীদের জন্য বোর্ড তৈরি করা হবে। রেলের সঙ্গে যুক্ত করার কাজও হবে। জঙ্গলমহলে এইমস তৈরি হবে।’
পুরুলিয়াতে মশার কামড়ে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপে মানুষের কষ্টের কথা বলেছেন অমিত শাহ। মমতার সরকারকে আক্রমণাত্মক দাবি, দিদির ম্যালেরিয়া ও ডেঙ্গুর সঙ্গে বন্ধুত্ব আছে। দিদি গেলেই এই রোগ থেকে বাংলার মুক্তি। দিদির গুণ্ডাদের থেকে ভয় পাবেন না। এবার আর পারবে না এসব করতে। কমল চিহ্নে বোতাম টিপে গুণ্ডাদের থেকে মুক্তি পান।