সারা হচ্ছিল প্রস্তুতি। কিন্তু হঠাৎ অমিত শাহের সফর বাতিল হওয়ায় ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের হৃদয় চুরমার হয়ে গেল। এখন তার জেরে আছড়ে পড়ল ক্ষোভও। শনিবার ঠাকুরনগরে এসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়া সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এটাই বিধানসভা নির্বাচনের আগে তুরুপের তাস করা হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু মুহূর্তে সব পরিকল্পনা ভেস্তে গেল। আইনটি পাশ হয়ে গেলেও এখনও কার্যকর করা হয়নি। সে বিষয়ে অমিত শাহ কী বলেন, তাতে তাঁদের কতটা সুবিধা হতে পারে, সেসব উত্তর পাওয়ার আশায় ছিলেন মতুয়া ভক্তরা। আর তাতেই ঠাকুরনগরে তাঁরা বিক্ষোভ দেখান। চাপের মুখে পড়ে তড়িঘড়ি বিকল্প ভাবনার পথে বিজেপি। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঠাকুরনগরে আসতে পারেন অমিত শাহ। এই সম্ভাবনার কথা শোনালেন বিজেপি সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায়।
স্থানীয় সূত্রে খবর, অনেকেই জমায়েত করেছিলেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে, মতুয়া মহাসংঘের কেন্দ্রস্থলে। তৈরি হয়েছিল হেলিপ্যাড, সভামঞ্চ। দর্শকদের জন্যও নির্দিষ্ট হয়েছিল বসার জায়গা। কিন্তু সুসজ্জিত মঞ্চ ফাঁকা, শূন্যতায় ভরা মাঠ। শুক্রবার সন্ধ্যে নাগাদ দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের পর গোটা দেশজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তাই বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গ সফর। ফলে শনিবার তাঁর যাবতীয় কর্মসূচি স্থগিত হয়েছে। আর তাতেই মতুয়া ভক্ত তথা বিপুল মানুষের উৎসাহে ধাক্কা লেগেছে। যার বহিঃপ্রকাশ ক্ষোভ।
তৃণমূল কংগ্রেস পরিচালিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, ‘মতুয়াদের দেওয়ার মতো কেন্দ্রের হাতে কিছুই নেই। তাই তিনি এলেন না। মতুয়াদের কী আশ্বাস দিতেন? আইনটা নিয়ে কিছুই তো ওঁদের বলার নেই। এখন সামনে ভোট। তাই নানা কথা বলছেন তাঁরা। এটা মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’
অমিত শাহর অনুপস্থিতিতে মতুয়া মহলে ক্ষোভ তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের দাবিতে তাঁরা ঠাকুরবাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের ক্ষোভ প্রশমনে দুপুরে সেখানে ছুটে যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিক্ষোভের মুখে পড়ে সেখান থেকে ফোনে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেন অমিত শাহ। এরপর মুকুল রায় জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঠাকুরনগরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।