রাজ্য লিড নিউজ

একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ বঙ্গ সফরে অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় আজ সকাল থেকেই।  নির্ধারিত সূচি মেনে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর ১২ টা ১০ মিনিটে কালিয়ানি ক্যাম্পে হেলিপ্যাডে নামবেন। তারপর সেখান থেকে তিনি কনভয় করে হরিদাসপুর বর্ডার আউটপোস্ট পৌঁছাবেন। সেখানে পৌঁছে বিএসএফ জওয়ান দের সাথে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে ১৯৭১ -এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি নিয়ে তৈরি ‘মৈত্রী’ মিউজিয়ামের শিলান্যাস করবেন তিনি।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর হরিদাসপুর আসাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। সকাল থেকেই বিএসএফ জওয়ানেরা নাকা চেকিং শুরু করেছে যশোর রোডে। স্নাইপার ডগ দিয়ে চলছে চেকিং এর কাজ।

জানা গেছে, দুপুরে বিএসএফ জওয়ানদের সাথে মধ্যাহ্নভোজন সারবেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, বিজেপির মহকুমার ৩ বিধায়ক ও বনগাঁ লোকসভার সাংসদ তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাথেও বৈঠক করবেন শাহ। বৈঠক শেষে দুপুর ১ টা  ৪৫ নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যে বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ১৫ থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের পর প্রথম রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর রাজ্যের শাসকদল থেকে শুরু করে কেন্দ্রের বিরোধী দলগুলি একাধিকবার বিরোধিতায় সরব হয়েছে।

বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে শুরু করে বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, টাকি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর পর্যন্ত রয়েছে দীর্ঘ ১৯২ কিলোমিটার স্থল ও জল সীমান্ত। আজ সকালে হিঙ্গলগঞ্জের ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে হেলিকপ্টার থেকে নেমে বিএসএফের স্পিড বোটে নৌপথে ইছামতি নদীতে সীমান্তরক্ষী বাহিনীর দুটি ভাসমান আউটপোস্ট উদ্বোধন করার কথা রয়েছে শাহের। সুন্দরবনের সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও মজবুত করতে ‘নর্মদা’ এবং ‘সতলুজ’ নামক ২ ভাসমান আউটপোস্টের উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে পুনরায় ৮৫ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে ছোট বৈঠক করার কথাও রয়েছে তাঁর। ফলত কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা হিঙ্গলগঞ্জ এলাকাকে।

বুধবার দিনভর বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের ক্যাম্প সংলগ্ন একাধিক গ্রামে টহল দিতে দেখা গেছে। অন্যদিকে ইছামতি নদীতে নৌকা নিয়ে মৎস্যজীবীদের নামার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিএসএফের তরফে। এমনকি সংবাদমাধ্যমকেও ছবি তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা বিভাগের তরফে। সুতরাং বলাই বাহুল্য, বঙ্গে অমিত শাহর আজকের এই সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।