দেশ লিড নিউজ

আজ রাজ্যে অমিত শাহ

শুক্রবার দুপুরে দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছায় শাহর বিমান। এরপর সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে চেপে রওনা দেন তিনি। তারপর পৌঁছবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। সিউড়ি হেলিপ্যাড থেকে সড়কপথে রওনা দেবেন বীরভূমে সার্কিট হাউজের উদ্দেশ্যে। সেখানে মধ্যাহ্নভোজন সারবেন তিনি।

এরপর দুপুর ২টো ৫ মিনিটে বীরভূমে বেণীমাধব স্কুল মাঠে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে দলের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শাহ। পাশাপাশি একটি বৈঠকও করার কথা রয়েছে তাঁর। সেখানকার সমস্ত কাজ মিটিয়ে বেণীমাধব স্কুল মাঠ থেকে সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে। এরপর কপ্টারে করে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে যাবেন হোটেলে। সন্ধ্যা ৬টায় হোটেলে বৈঠক করার কথা বিজেপির এই শীর্ষ নেতার।

অমিত শাহের সফর সূচিতে প্রথম থেকেই ছিল দক্ষিণেশ্বর। তবে আগামিকাল অর্থাৎ পয়লা বৈশাখে যাওয়ার কথা ছিল। কিন্তু এইদিনে বহু মানুষ দক্ষিণেশ্বরে যান। অমিত শাহ গেলে তাঁর নিরাপত্তার কারণে আমজনতার সমস্যা হতে পারে। তাই নিয়ে প্রশ্ন তুলেছিল শাসকদল। তাঁরা বলেছিল, বিজেপি মানুষের কথা ভাবে না। মানুষের অসুবিধা করতেই বছরের প্রথম দিনে দক্ষিণেশ্বরে যাচ্ছেন শাহ। এসবের মাঝেই সফর সূচি বদলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেলে বীরভূম থেকে ফিরে দক্ষিণেশ্বরে যাবেন তিনি।

শনিবার  রওনা দেবেন কলকাতা বিমানবন্দের উদ্দেশ্যে। সকাল সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।