জেলা ব্রেকিং নিউজ

উত্তরবঙ্গে ধনকার, দক্ষিনবঙ্গে অমিত

এক মাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকার। গোটা নভেম্বর মাস তিনি সেখানে থাকবেন। তার মধ্যেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। ২০২১ রাজ্য বিধানসভাকে পাখির চোখ করে দলের সাংগঠনিক বিষয়েই তিনি আগামী ৫ নভেম্বর পশ্চিমবঙ্গে আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গেই বৈঠক করে এসেছিলেন জগদীপ ধনকার। তারপরই শৈলশহরে পাড়ি।
প্রশাসনিক কাজকর্ম তিনি সেখান থেকেই সামলাবেন বলে রাজভবন সূত্রে খবর। প্রথা মেনেই একটা মাস রাজ্যপাল থাকবেন উত্তরবঙ্গে। এই লম্বা সফর চলাকালীন তিনি উত্তরবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর। শনিবার সকাল ৬টায় শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল–স্বরাষ্ট্রমন্ত্রীর কানে কী দিয়ে এসেছেন কেউ জানেন না। সেখানে জেপি নাড্ডার সফর বাতিল করে আগামী ৫ নভেম্বর রাজ্যে আসবেন অমিত শাহ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই সফর চলাকালীন উত্তরবঙ্গের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেও মেলামেশা করবেন বলে জানিয়ে গিয়েছেন রাজ্যপাল। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষদের সঙ্গে তিনি কথা বলবেন। এমনকী উত্তরবঙ্গের পর্যটন শিল্প নিয়েও খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন উঠছে, বিমল গুরুং তৃণমূলের দিকে ঢলে পড়ায় পাহাড়ের রাজনীতি সামলাতে কী রাজ্যপালের সফর?‌
এদিকে ৫ নভেম্বর অমিত মেদিনীপুরে বৈঠক করতে পারেন এবং পরের দিন তিনি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন। অথচ রাজ্যপাল তখনই অনুপস্থিত। বিষয়টা বেশ ভাবাচ্ছে সকলকে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন ধনকার। তার পরই তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। ২০২১ সালের নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ব্যাপারেও তিনি সংশয় প্রকাশ করেছিলেন। এছাড়া রাজ্যে অপরাধের পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। সেখানে তিনিই এবার অনুপস্থিত যখন রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।