দেশ লিড নিউজ

‘‌সুন্দরবন জেলা হবে, তৈরি হবে এইমস’‌

প্রথম দফার শেষ প্রচারের ঝড় তুলতে ময়দানে নামলেন অমিত শাহ। গোসাবায় নির্বাচনী জনসভা থেকে স্বকীয় ভঙ্গিমায় পরিবর্তনের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর পাঠানো সাহায্য জনসাধারণের কাছে পৌঁছতে দেয়নি তৃণমূল সরকার। আমফানের ১০ হাজার কোটি টাকা খেয়েছে ভাইপো কোম্পানি। ক্ষমতায় এসে প্রথমেই সিট গঠন করে অপরাধীদের জেলে ঢোকাব। আমফান থেকে বুলবুল কেন্দ্র থেকে আসা কোনও টাকাই সাধারণের পকেটে ঢোকেনি।
এদিন অমিত শাহ সরাসরি জানান, আমাদের সরকার হলে গঙ্গাসাগরের জন্য প্রথমেই আনব শুদ্ধজল। দুই বছরে নলকূপের জল পাওয়া যাবে। গেঁওখালি থেকে চণ্ডীপুর গোসাবা, মুলাখালি থেকে কুমারমারী জোড়া হবে ব্রিজ করে। সুন্দরবনে অন্যায় করেছেন দিদি। আমরা সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড গ়ড়ব। পর্যটক টানতে সুন্দরবনে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মৎস্যজীবী ৬ হাজার টাকা পাবেন নিজের অ্যাকাউন্টে। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পও তৈরি হবে। সুন্দরবন পৃথক জেলা হবে বিজেপি ক্ষমতায় এলে। গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মেলা হবে। সুন্দরবনে এইমস হবে।
সুন্দরবনবাসীর মন জয় করতে তিনি বলেন, ‘প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত এবং সিএএ কার্যকর করে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা প্রথমেই ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। তারপর নিয়মিত ৭৫ লাখ কৃষককে ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। বিজেপি সরকার এলে বিধবা প্রকল্পের ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে।’‌
তিনি আরও জানান, সত্যজিৎ রায়ের সমর্থনে অস্কারের ধাঁচে একটি পুরস্কার হবে। কেজি থেকে পিজি বিনামূ্ল্যে পড়ানো হবে। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হবে চাকরিতে। এর পরে পশ্চিম মেদিনীপুরে যাবেন অমিত শাহ। কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় পর্যন্ত তাঁর একটি সভা রয়েছে।