করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টুইট করে জানান, তিনি করোনা পজিটিভ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। প্রাথমিক উপসর্গ থাকায় করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছিলেন অমিত শাহ। সেখানেই পজেটিভ এসেছে রিপোর্ট। টুইট করে তিনি লিখেছেন, প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।
গত কয়েকদিন ধরে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ আপনারা আইসোলেশন যান, স্বাস্থ্যপরীক্ষা করুন। এই আবেদনও করেছেন তিনি। সর্বশেষ পাওয়া খবর, হাসপাতালে ভর্তি হয়েছেন অমিত। তিনি দিল্লি এইমসে ভর্তি হয়েছেন। বিভিন্ন ভার্চুয়াল জনসভায়ও বক্তব্য রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মঞ্চেই উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। তাঁদেরকে ঘিরে চিন্তার ভাঁজ পড়ছে আম জনতার। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সংস্পর্শে এসেছেন কিনা এই নিয়েও জল্পনা তুঙ্গে। সামনেই রামমন্দিরের ভূমি পুজো।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ‘ভূমিপুজো’ অনুষ্ঠিত হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখেই আমন্ত্রিতদের তালিকায় কাটছাঁট করা হলেও সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদানের বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে হাসপাতালে ভর্তি হওয়ায় আপাতত অনুষ্ঠানটিতে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে গেল বলেই ধরে নেওয়া যেতে পারে।