জেলা

রাজ্যে আসছেন অমিত শাহ

আগামী ২৯ জানুয়ারি রাতে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগের বাংলা সফর রাজ্য–রাজনীতিতে যথেষ্ট ঝড় তুলেছিল। গত ১৯ ডিসেম্বর তাঁর মেদিনীপুরের সভামঞ্চে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অন্য দলের একাধিক বিধায়ক–সাংসদ। এবারেও তেমন কিছু ঘটতে চলেছে?‌ রাজ্যজুড়ে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, অমিত শাহের ঠাকুরনগরে যাওয়া মোটামুটি পাকা। সেখানে গিয়ে সমাবেশ ছাড়াও মতুয়াগুরু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। যাবেন মায়াপুরে ইস্কনের মন্দিরে। ৩০ জানুয়ারির লম্বা সফরের পর সেখান থেকে কলকাতায় ফিরে ৩১ জানুয়ারি সকালে তাঁর যাওয়ার কথা কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয়ে।
সফরের শেষ দিনে হাওড়ার ডুমুরজোলায় সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আর সেখানেই থাকতে পারে চমক! ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্য দলের বিধায়ক, সাংসদ এবং প্রাক্তন মন্ত্রীও। ওই দিন তৃণমূল, সিপিএম, সিপিআই এবং কংগ্রেসের ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর হাওড়ায় যোগ দিতে পারেন সদ্য মন্ত্রিসভা ত্যাগ করা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, বনশ্রী মাইতি, বিশ্বজিৎ কুণ্ডু, সুকরা মুণ্ডা, সৈকত পাঁজা, দিপালী বিশ্বাসের মতো বিধায়কেরা সে দিন বিজেপিতে যোগ দেন। তাঁদের সঙ্গেই ছিলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। পাশাপাশি সিপিএমের বিধায়ক তাপসী মণ্ডল, সিপিআইয়ের অশোক দিন্দা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ওই দিন গেরুয়া শিবিরে নাম লেখান। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা নিয়ে জোর চর্চা চলেছে।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহের ডুমুরজোলায় সমাবেশে অন্য দলের হেভিওয়েট নেতাদের যোগদানের তালিকা প্রায় প্রস্তুত। ওই তালিকায় বেশ কয়েকজন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের নাম রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির কয়েকজন বিধায়কের নাম তালিকায় থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।