বাংলায় ২ মে’র পর বিজেপিই সরকার গড়বে। প্রথম দফার ভোটের পরের দিনই নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে আত্মবিশ্বাসের সুরে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শাহ বলেন, ‘বাংলায় বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসনে বড় ব্যবধানে জিতব আমরা।’
তিনি আরও বলেন, ‘রাজ্যে প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। মানুষের উৎসাহ বোঝা গিয়েছে। প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে। নন্দীগ্রামে পরিবর্তন হলে বাংলায় পরিবর্তন হবে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার হবে।’ উল্লেখ্য, একুশের নির্বাচনে এবার ব্যাটল ফিল্ড নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথে সরগরম রাজ্য রাজনীতি।
প্রথম দফার ভোট নিয়ে অমিত শাহ বলেন, ‘বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। কেউ মারা যাননি। প্রচুর মানুষ ভোট দিয়েছেন। এটা বিজেপির জন্য শুভ সংকেত। রাজ্যে পরিবর্তন হবেই। পায়ের তলার জমি সরে গিয়েছে তৃণমূলের। ফোন করে আর কিছু হবে না। বাংলার মহিলাদের ধন্যবাদ। বাংলার মানুষ মোদীজির উপর ভরসা রেখেছেন।’
