পাঁচ দফা নির্বাচন শেষ। বাকি তিন দফা ভোট। তার আগেই শতাধিক আসনে জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি! রবিবার উত্তর পূর্বস্থলীর জামালপুর ময়দান থেকে এমনই দাবি করলেন বিজেপির তারকা প্রচারক অমিত শাহ। তাঁর কথায়, ‘বাংলায় পাঁচ দফা নির্বাচন হয়েছে। তার মধ্যেই ১২২ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি।’ এদিন অমিত শাহ নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি দাবি করেন, নন্দীগ্রামে বিজেপির কাছে হেরে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতে হবে। আমার কথা মিলিয়ে নেবেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিতবেন।
রাজ্যের শাসকদলের সমালোচনা করে শাহ বলেন, ‘বাংলার সরকার নতুন মডেল চালু করেছে। বোমা, গুলি, বন্দুকের জোরে সরকার চলছে। কিন্তু এই মডেল চলবে না। বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে। সোনার বাংলা তৈরি হবে। বাংলার ভূমিপুত্রই হবে রাজ্যের মুখ্যমন্ত্রী।’ মমতার হতাশার কারণ ব্যাখ্যা করে শাহ বলেন, ‘পাঁচ দফার ভোটের পরে দিদিকে হতাশ দেখাচ্ছে, কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছে যে, ১২২টিরও বেশি আসন নিয়ে বিজেপি তাঁর থেকে অনেক এগিয়ে রয়েছে।’
কটাক্ষ করেন শাহ বলেন, ২ মে’র আগে দিদির পায়ের চোট ঠিক হতে হবে। তবেই দিদি পায়ে হেঁটে ইস্তফা দিতে যেতে পারেন। পাঁচ দফা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছেন বলে দাবি শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘পাঁচ দফা নির্বাচনের পরই মমতা দিদির গলার সুর বদলে গিয়েছে। কামনা করছি, ২ মে-র আগে দিদির পা যেন ঠিক হয়ে যায়। যাতে তিনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে যেতে পারেন।’