দেশ লিড নিউজ

‘‌নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু’‌

একুশের বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনায় ফুটছে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড–শো করার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‌নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু। ওঁর জয় নিশ্চিত। পরিবর্তন হলে মমতাকে হারাতে হবে। নন্দীগ্রামে মমতাকে হারাতেই হবে। নন্দীগ্রামবাসীর কাছে এটাই আমার আর্জি।’‌
এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা। ভোটের মুখে শুভেন্দু বনাম মমতার বাগযুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে নন্দীগ্রাম। তৃণমূলনেত্রীকে আধ লাখেরও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। এই আবহে ভোটের মুখে অমিত শাহের এই মন্তব্য বাড়তি মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। অমিত শাহ আরও বলেছেন, বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই। বিজেপি কর্মীর ৮০ বছরের বৃদ্ধা মায়ের মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
এদিন নন্দীগ্রামে রোড–শো শেষে কর্মী–সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘‌৪৮ ঘণ্টা মাথা ঠান্ডা রাখুন। কুল কুল তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আর ভোট পাবে জোড়াফুল। ভালো করে ভোট করে নিন, তবে পান্ডাদের অধিকার সব কীভাবে কাড়তে হয়, তা বাংলা জানে। নন্দীগ্রাম ও বাংলা থেকে বিজেপিকে বোল্ড আউট করে দিন। নন্দীগ্রামের মা–বোনেদের শ্রদ্ধা জানাতে ভোটে দাঁড়িয়েছি এখানে। একবার যখন নন্দীগ্রামে ঢুকেছি, আমি বেরোব না। আমি মডেল নন্দীগ্রাম তৈরি করে দেব। হলদিয়া–নন্দীগ্রামের মধ্যে সেতু তৈরি করে দেব। খেলা হবে।’‌