ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। শেষ উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বাঁক নিয়ে আমফানের গতিপথের অভিমুখ এখন উত্তর–পূর্ব দিকে। অর্থাৎ বাংলার দিকে অগ্রসর হচ্ছে আমফান। শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিপথে রয়েছে দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপ। বাংলার উপকূলবর্তী সব এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে।
আমফানের দাপটে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বয়ে যেতে পারে প্রবল ঝড়। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আমফানের রক্তচক্ষু এখন বাংলার উপর। আমফানের আতঙ্কে শিরদাঁড়া দিয়ে বইছে ঠান্ডা স্রোত। সবার মুখে মুখে এই আলোচনা। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খোঁজখবর নিলেন অমিত শাহ।
গতিপথ ঠিক রেখে যদি পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়ে তাহলে বিপুল ক্ষতি হবে বলে জানিয়েছে কেন্দ্র। এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন অবস্থায় যে কোনও সাহায্যের জন্য রাজ্যের পাশে কেন্দ্র রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা– এই দুই রাজ্যে ১০টি দলকে পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘূর্ণিঝড় আমফান নিয়েই কথা হয় দু’জনের মধ্যে। আমফানের মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? কী পরিস্থিতি বাংলায়? সেই সম্পর্কেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অমিত শাহ বিশদে খোঁজ নেন বলে সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, কেন্দ্র সমস্তরকভাবে পাশে আছে। প্রতিটি রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে।
