এদের মধ্যে মুখ দেখাদেখি নেই। কেউ কারও ছায়াও মারান না। সেটা নিজের চোখে দেখে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বাংলা সফরে এসে অঙ্গীকার করে গিয়েছেন ২০০ আসনের। আর তার জন্যই জরুরী তলব করলেন এই দু’জনকে। অমিত শাহের দু’দিনের বঙ্গ সফরের পরই দিল্লি গেলেন মুকুল রায়। আর আজ সকালে দিল্লি পৌঁছন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, জরুরি সাংগঠনিক বৈঠকে তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন দলের সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় এবং রাজ্য বিজেপি’র সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। সোমবার সকালে দিল্লি পৌঁছন দিলীপ ঘোষ। রাজ্য সফর শেষ করে অমিত শাহ দিল্লি ফেরার পরই ঠিক কী কারণে বঙ্গ বিজেপি’র তিন শীর্ষ নেতাকে বৈঠকে ডেকে পাঠানো হল, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সংগঠনে আবার কোনও রদবদল বা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কিনা, তা নিয়ে রাজ্য বিজেপি’র অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।
রুদ্ধদ্বার বৈঠকে তিনি বার্তা দিয়েছিলেন, শুধু তৃণমূলের ব্যর্থতার সমালোচনা না করে মোদীর সাফল্যকে ভোটের প্রচারে তুলে ধরতে। এবার সেসব আরও বিস্তারিত আকারে ছকে দিতে পারেন মোদীর সবচেয়ে বড় ভোট সেনাপতি। তাই দিলীপ ঘোষ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তীদের দিল্লিতে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।
যদিও বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, এটি সাংগঠনিক বৈঠক। রবিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে দিলীপ ঘোষ এও বলেন, অমিত শাহ যা বলে গিয়েছেন, ২০০ আসন পেয়েই দেখাব আমরা। বাংলায় যদি কারও সংগঠন থাকে বুথে বুথে, সেটা বিজেপি’রই আছে।’