কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে গেল। যা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা বঙ্গ বিজেপির বলে মনে করা হচ্ছে। এই নিয়ে গত এক মাসের মধ্যে দু’বার বাতিল হল শাহের কর্মসূচি। তবে এবার মোদীর ব্রিগেড সমাবেশকে ‘চূড়ান্ত সফল’ করতেই আপাতত রাজ্যে আসা বাতিল করেছেন শাহ বলে সূত্রের খবর। তবে পরে আসবেন বলে শোনা যাচ্ছে।
সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়াই এখন আমাদের লক্ষ্য। তার আগে অমিত’জি নিজেই বড় কর্মসূচি করতে চাইছেন না। এই সপ্তাহে তিনি আসছেন না। তবে আসবেন। ৭ মার্চের পরে।’ শেষবার যখন অমিত শাহ এসেছিলেন তখন বঙ্গ–ব্রিগেডকে হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলেন। ৭ মার্চের পর তিনি এসে তা দেখতে চাইবেন বলে খবর।
কিছুদিন আগে দিল্লিতে বিস্ফোরণের কারণে ৩০ এবং ৩১ জানুয়ারি রাজ্যসফর বাতিল হয়ে গিয়েছিল অমিতের। তবে তার পরের সপ্তাহেই রাজ্যে এসে ঠাকুরনগরে সভা করেন শাহ। মতুয়াদের জন্য ঢালাও প্রতিশ্রুতিও দেন তিনি। মঙ্গলবার কলকাতায় এসে টালা থেকে চৌরঙ্গি পর্যন্ত রোড–শো করার কথা ছিল তাঁর। তাঁর হাতেই কাকদ্বীপে সূচনা হওয়া কলকাতা জোনের ‘পরিবর্তন যাত্রা’–র সমাপ্তি হওয়ার কথা ছিল। তবে তা ৭ মার্চের পরে হবে।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর এলাকায় রোড–শো এবং হাজরা মোড়ে জনসভা করার কথা ছিল অমিতের। শেষ বেলায় সফর বাতিল হওয়ায় সেই সব কোনও কর্মসূচিই আপাতত হচ্ছে না। তবে মঙ্গলবার পূর্বঘোষণা মতোই রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
