২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর বিজেপি’র প্রাক্তন সভাপতি অমিত শাহের হাত ধরেই ভোটের ঢাকে কাঠি পড়ল। ভার্চুয়াল সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নজিরবিহীন তোপ দাগলেন তিনি। দু’মাস পর অমিতের মুখে নতুন করে শোনা গেল নাগরিকত্ব আইন, তিন তালাক বিল–সহ একাধিক ইস্যু। তিনি বলেন, ‘সিএএ নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজনৈতিক শরণার্থী করে দেবে।’
ভোটারদের কাছাকাছি পৌঁছনোর জন্য ভার্চুয়াল জনসভার পথ বেছে নিয়েছে বিজেপি। মঙ্গলবার বাংলার জনসভাটিও করে ফেললেন তিনি। এদিন সভায় অমিত বলেন, ‘শুধুমাত্র রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। দেশভাগের সময় যে মানুষগুলি বঞ্চিত হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা দিয়েছি।’
এরপরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুর চড়িয়ে বলেন, ‘আমি মমতা দিদিকে প্রশ্ন করতে চাই, মতুয়া সম্প্রদায়ের মানুষরা আপনার সঙ্গে কী অন্যায় করেছেন। কেন আপনি ওদের সঙ্গে এমন ব্যবহার করছেন। উনি ওই মানুষগুলিকে রাজনৈতিক শরণার্থী বানিয়ে রেখে ভোটব্যাংক মজবুত রাখতে চেয়েছিলেন। গোটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও বাংলাতে হয়নি। তাই এখানকার ১৮টি আসন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আজও এখানে রাজনৈতিক কারণে মানুষকে খুন করা হয়। রাজনৈতিক সংঘর্ষের ঘটনা এখানে সব থেকে বেশি।’