দেশ

কংগ্রেসের দাবিতে সিলমোহর অমিত শাহের

দিল্লি জুড়ে গণ–করোনা পরীক্ষা করানো হবে। কংগ্রেসের দাবিতে সিলমোহর দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের যেসব রাজ্য বেশি করোনা আক্রান্ত তাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। ইতিমধ্যেই সেখানে আক্রান্ত হয়েছেন ৪১,১৮২ জন। দেওয়ালে পিঠ ঠকেছে কেন্দ্র–দিল্লি সরকারের। সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সব দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এমনকী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লিতে করোনা সংক্রমণ রুখতে একমাত্র উপায় গণ–পরীক্ষা বলে দাবি করেছিল কংগ্রেস। তার সঙ্গে দিল্লির করোনা আক্রান্তদের পরিবারকে ১০,০০০ টাকা করে দেওয়ার দাবি জানিয়েছিল। সেই সঙ্গে চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়াদের করোনা পরিস্থিতি মোকাবিলার কাজে নিয়োজিত করার অনুরোধ জানিয়েছিল। আর আজ অমিত শাহ ঘোষণা করেন, দিল্লিতে সব করোনা রোগীর কোভিড টেস্ট করা হবে।
জুলাই মাস শেষ হতে না হতেই দিল্লিতে করোনা সংক্রমণ সাড়ে পাঁচ লাখে পৌঁছে যাবে বলে জানিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। অত্যন্ত সংকটজনক জায়গায় চলে গিয়েছে দিল্লিতে। তাই করোনা পরীক্ষা শুধু দিল্লিতে নয় দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ এবং হরিয়ানার অংশেও করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি বিজেপি’‌র প্রধান আদেশ গুপ্তা সংবাদমাধ্যমে জানান, অমিত শাহ জানিয়ে দিয়েছেন ২০ জুনের মধ্যে রোজ ১৮,০০০ কোভিড টেস্ট হবে দিল্লিতে।