প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কেউ ফোন করে সমবেদনা জানাননি তাঁকে। খোঁজ নেননি তিনি কেমন আছেন? হ্যাঁ, তিনি নন্দীগ্রামে গিয়ে আঘাত পাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর কাছে খোঁজ নিলেন অমিত শাহ৷ দিল্লিতে বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা সংক্রান্ত বৈঠকেই এই বিষয়ে শুভেন্দুর কাছে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর৷
দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক হয়৷ বৈঠকে হাজির ছিলেন অমিত শাহ৷ শনিবার বিকেলেই প্রথম কয়েক দফার ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে৷ সূত্রের খবর, সেই বৈঠক শুরুর আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে কথা বলেন শাহ৷ গত বুধবার নন্দীগ্রামে ঠিক কী ঘটনা ঘটেছিল, শুভেন্দুর কাছে জানতে চান অমিত শাহ৷
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেন্দু জানিয়েছেন, রাস্তার ধারে থাকা লোহার স্তম্ভে গাড়ির দরজার ধাক্কা লেগেই আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কোনও ষড়যন্ত্রের বিষয় নেই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার বিষয়টি নিয়ে ভেবেচিন্তে মন্তব্য করার জন্য দলের রাজ্য নেতাদের পরামর্শ দিয়েছেন অমিত শাহ৷ কারণ এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং মমতার আহত হওয়ার ঘটনাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করবে তৃণমূল৷
বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইচ্ছাকৃতভাবে চার পাঁচজন মিলে মুখ্যমন্ত্রীকে আহত করেছে৷ বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন৷ দু’দিন হাসপাতালে কাটিয়ে শুক্রবারই ছুটি পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী সোমবার থেকে ফের প্রচার শুরু করতে পারেন তিনি৷