দিল্লিতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রবিবার দিল্লির উপ–রাজ্যপাল অনিল বাইজাল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল–সহ বেশ কয়েকজন আমলার সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত শাহ।
দিল্লিতে কোভিড–১৯ রোগীদের জন্য পর্যাপ্ত বেডের অভাব রয়েছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। এমনকী হাসপাতালে রোগীদের দুরবস্থা নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ৩৮,০০০ মানুষ। রাজ্যে সরকারের দাবি, জুলাই মাসের শেষদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হবে সাড়ে পাঁচ লাখ। এসব কথা মাথায় রেখে দিল্লির করোনা মোকাবিলায় ৭ দাওয়াই দিয়েছেন অমিত শাহ।
এদিনের বৈঠকের পর একাধিক টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, দিল্লিতে করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের বেড ঘাটতির প্রেক্ষিতে দিল্লিকে ৫০০ রেল কোচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবায় সজ্জিত এই বিশেষ রেল কোচগুলি দিল্লিতে ৮০০০ বেড বাড়িয়ে দেবে। যা করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি সুবিধা দেবে।
আর দিল্লির কনটেনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এই মুহূর্তে দিল্লিতে ২১৯টি কনটেনমেন্ট জোন রয়েছে। আগামী দিন দুয়েকের মধ্যেই দিল্লিতে নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ হবে। আগামী ছ’দিনের মধ্যে তা তিনগুণ হবে। অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, পালস অক্সিমিটারের মতো সরঞ্জাম দেবে কেন্দ্র সরকার বলে জানান অমিত শাহ। কিন্তু ছাড় কমিয়ে, লকডাউন জারি করে পরিস্থিতি স্বাভাবিক করার কথা না বলায় দিল্লিবাসী ক্ষুব্ধ এবং আতঙ্কিত।