দেশ ব্রেকিং নিউজ

ফের হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতাল থেকে বাড়ি ফেরার দু’‌সপ্তাহের মধ্যেই ফের দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগেও তিনি রাজধানীর এই হাসপাতালে কোভিড–১৯ পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়। এই মুহূর্তে এইমসের সিএন টাওয়ারে রয়েছেন তিনি। ভিভিআইদের চিকিৎসার জন্য পরিচিত এই সিএন টাওয়ার।
গত ২ আগস্ট করোনা পজিটিভ হয়ে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি হন অমিত শাহ। এরপর গত ১৪ আগস্ট তিনি টুইট করে জানান, চিকিৎসকের পরামর্শ মতোই তিনি আরও কিছু দিন হোম আইসোলেশনে থাকবেন। সূত্রের খবর, এইমসের অধিকর্তা ডাঃ রণদীপ গুলেরিয়ার তত্ত্ববধানের চিকিৎসা চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি। উল্লেখ্য, গত দু’‌সপ্তাহ আগেই এইমস থেকে ছাড়া পেয়েছিলেন অমিত শাহ।
জানা গিয়েছে, গত ১৮ আগস্ট তাঁকে এইমসে ভর্তি করা হয়। ক্লান্তি এবং শরীরের ব্যথার কারণেই সেবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত ৩১ আগস্ট সুস্থ হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, গত ৩–৪ দিন ধরে গা–হাত–পা ব্যাথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্তি বোধ করছিলেন। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেওয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকেই তিনি তাঁর কাজকর্ম চালাবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাঁকে ফের এইমসে ভর্তি করা হয়। তবে এবার ঠিক কী কারণে তিনি এইমসে ভর্তি হলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।