দেশ ব্রেকিং নিউজ

‘‌আপনি সংবিধান ভাঙছেন কেন?’‌

জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুললেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কড়া চিঠিতে তিনি দাবি করেছেন, অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হোক। দায়িত্ব নিয়েই কেন্দ্র–রাজ্য সংঘাতে নতুন মোড় আনলেন অমিত মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম প্রায় প্রত্যেকদিন নরেন্দ্র মোদীকে চিঠি লিখে চলেছেন, সেই একই পথ নিলেন তাঁর অর্থমন্ত্রীও। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন অমিত মিত্র। চিঠিতে নির্মলাকে অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকতে অনুরোধ করেছেন অমিত।
নিয়মানুযায়ী, প্রতি তিন মাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। কিন্তু ২০২০ সালের অক্টোবর মাসে শেষবার এই বৈঠক হয়েছিল। তার পর থেকে গত ছ’মাস এই বৈঠক করেনি কেন্দ্র। ভারচুয়াল বৈঠকও করা হয়নি। তার ফলে লঙ্ঘিত হয়েছে সংবিধান। তাই অবিলম্বে এই বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন অমিত মিত্র।
তিনি চিঠিতে স্পষ্ট করেই সংবিধানের ২৭৯এ এবং ২৭৯এ (৮) অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি অর্থবর্ষে অন্তত ত্রৈমাসিক সময়কালে একবার করে বৈঠকে বসবে পরিষদ। অবিলম্বে জিএসটি কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক ডাকার অনুরোধ করে তিনি জানিয়েছেন, তা না করলে সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নীতিবিরুদ্ধ। চিঠিতে বাংলার অর্থমন্ত্রী লিখেছেন, ভবিষ্যতে এই বৈঠক নিয়মিত ডাকা হোক। নাহলে সেই প্রভাব কেন্দ্র ও রাজ্যের সম্পর্কেও পড়তে পারে।
অমিত মিত্র লিখেছেন, রাজ্যগুলির প্রাপ্য জিএসটি ক্ষতিপূরণ খাতে ঘাটতি চলতি অর্থবর্ষে ১.৫৬ লক্ষ কোটি অনুমান করা হয়েছিল। তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তা আরও বেড়ে গিয়েছে। রাজ্যগুলির উদ্বেগজনক আর্থিক পরিস্থিতি নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত। আর করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই অঙ্ক যে আরও বেড়েছে, তার উল্লেখ করে দিয়েছেন তিনি।