শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে রবি এবং সোমেও৷ বৃষ্টির প্রভাবেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা৷
আবহওয়া দফতর জানাচ্ছে, পশ্চিম থেকে গরম ও শুষ্ক বাতাস আসার কারণে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলছে তাপপ্রবাহ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে চলছে তাপপ্রবাহ। তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী ৬ এবং ৭ তারিখ বৃষ্টি হতে পারে। এমনকী সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সেই সময় বঙ্গোপসাগর থেকে ঢুকতে পারে বাতাস। শনিবার থেকে উত্তরবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। বিশেষত উত্তরের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হতে পারে বেশি বৃষ্টি। তুলনামূলক মালদা এবং দুই দিনাজপুরের কম বৃষ্টি হবে বলেই পূর্বাভাস হওয়া অফিসের।