এবার মহামারীর মোকাবিলায় সর্বশক্তি দিয়ে ভারতের পাশে দাঁড়াবে আমেরিকা। এই কথা জানালেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি জানান, ভারতের বিপদে পাশে দাঁড়ানোই তাঁদের অন্যতম দায়িত্ব। একইভাবে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে আশ্বস্ত করেছেন মার্কিন স্বাস্থ্যসচিব জেভিয়ার বেকেরাও।
মার্কিন প্রশাসনের পাশাপাশি ভারতের পাশে দাঁড়াতে মার্কিন মুলুকে চলছে ‘ক্রাউড ফান্ডিং’ অভিযানও। ইতিমধ্যেই বাইডেন প্রশাসনের তরফে কোভিড চিকিৎসার রসদ পাঠানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ‘ভারতে কোভিডের বাড়বাড়ন্ত যথেষ্ট উদ্বেগের। বাইডেন প্রশাসন সর্বতোভাবে ভারতের সঙ্গে একযোগে কাজ করবে। কোভিড রুখতে আরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠাতে বদ্ধপরিকর আমেরিকা।’
ভারতীয় বংশোদ্ভূত মহিলা তথা মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পালও জানান, করোনা পরিস্থিতিতে সাহায্য করা আমেরিকার নৈতিক দায়িত্ব। মার্কিন স্বাস্থ্যসচিব জেভিয়ারের সঙ্গে সম্প্রতি ভার্চুয়াল বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের। শুধু মার্কিন প্রশাসনই নয়, ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও। ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহের অভিযান শুরু করেছেন তাঁরা।