বিহারের নালন্দা থেকে চুরি করে আমেরিকায় নিয়ে যাওয়া গৌতম বুদ্ধের একটি ব্রোঞ্জের মূর্তি ভারতীয় দূতাবাসের হাতে তুলে দিল আমেরিকা।
একটি প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, এই নিয়ে মোট দ্বিতীয়বার চুরি হওয়া নালন্দার বুদ্ধ মূর্তি ভারতের হাতে ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৮ সালে, লন্ডন একটি মূর্তি ফিরিয়ে দিয়েছিল। মূলত, ভারতের নালন্দায় অবস্থিত সংগ্রহশালা থেকে এইসব প্রাচীন মূর্তি চুরি হয়ে যায়। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে এগুলি পশ্চিমী দেশগুলিতে পাচার করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মূলত, “বোধিসত্ত্ব মৈত্রেয়” নামে পরিচিত এই বুদ্ধ মূর্তি। যা সোনা ও তামার মিশ্র ধাতু দিয়ে তৈরি। এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাবে এই মূর্তিটি আমেরিকার লস এঞ্জেলেস কাউন্টি মিউজিয়ামে রাখা হয়। এবার সেই মূর্তিটিই ভারতে ফিরিয়ে দিল আমেরিকা।
১৯৬১ সালের ২২ আগস্ট এবং ১৯৬২ সালের মার্চ মাসে নালন্দার সংগ্রহশালা লুঠ করা হয়। ১৯৬১ সালে এখান থেকে মোট ১৪ টি ব্রোঞ্জের মূর্তি লুঠ করা হয়েছিল বলে জানা যায়। সেগুলির মধ্যে উদ্ধার হওয়া একটি মূর্তি ভারতে ফেরত দেওয়ার জন্য ২০১৮ সালের ১৫ আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকে মকর সংক্রান্তি উপলক্ষ্যে লন্ডনে ভারতীয় হাইকমিশন উত্তর প্রদেশের লোখরি গ্রাম থেকে ৪০ বছর আগে চুরি যাওয়া ছাগলের মাথাওয়ালা দেবীর প্রাচীন ভারতীয় মূর্তি উদ্ধার হয়।