বাংলাদেশ

আমেরিকা ভ্যাকসিন দেবে বাংলাদেশকে

বাংলাদেশ চাইলে আমেরিকা কোভিডের ভ্যাকসিন সরবরাহ করবে—মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক বিদেশমন্ত্রী জন কেরি এই কথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠককালে এই প্রস্তাব দেন মার্কিন দূত। মার্কিন দূত প্রধানমন্ত্রীকে বলেন, ‘‌বাংলাদেশ চাইলে তারা কোভিড–১৯ ভ্যাকসিন দিতে পারে। কারণ আমেরিকা মধ্য গ্রীষ্মের মধ্যেই এই ভ্যাকসিনের চাহিদা পূরণ করবে।বাংলাদেশকে তারা কোভিড ভ্যাকসিন দিতে পারবে।’‌ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
ইহসানুল করিম জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ক্লাইমেট লিডার্স সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানান। জন কেরিও আমন্ত্রণটি গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বৈঠকে বিশেষ দূত জন কেরি দূষণের ঝুঁকি হ্রাসে জলবিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির মতো বিকল্প শক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন।
এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‌ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় উপায়ে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী বাংলাদেশ। দেশে ৫.৮ মিলিয়ন তথা ৫৮ লক্ষ সৌরবিদ্যুৎ সংযোগ রয়েছে। সেচের জন্য সৌরশক্তি প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে তার সরকার অন্য উদ্যোগের পাশাপাশি জলবায়ু ট্রাস্ট তহবিল গঠন করেছে। এছাড়াও সরকারি উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ১১৫ লক্ষ চারা রোপণ করা হয়েছে।’‌