ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। আমেরিকার একটি স্কুলে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে নিহত ২ জন,আহত ৫। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলে সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসে রিচমন্ড পুলিশ। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বর খালি করে দেওয়া হয়।
জানা গিয়েছে, ঘটনার জেরে যেই দুজন মারা গিয়েছে,তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। এদিকে, এলোপাথারি গুলিতে আহতদের তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালা ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশের তরফে আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকারী এক বন্দুকবাজকে গ্রেফতার করে। তবে, এদিন ঠিক কি কারণে এই হামলা,তা এখনও পর্যন্ত জানা যায়নি।ধৃত ওই বন্দুকবাজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে হামলাকারীর বিরুদ্ধে খুন, খুনের পরিকল্পনা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন রিচমন্ড পুলিশের অন্তর্বর্তী প্রধান রিক এডওয়ার্ডস।