করোনা মহামারীর প্রথম ঢেউয়ে আমেরিকার পাশে দাঁড়িয়েছিল ভারত। এবার ভারতই এখন করোনার দ্বিতীয় ঢেউ বেসামাল। এই বিপদের সময় পাশে থাকার পরিবর্তে উলটে হোয়াইট হাউসের নয়া সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়েছে নয়াদিল্লিকে। আমেরিকানদের ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত করোনা টিকার গুরুত্বপূর্ণ কাঁচামাল ভারতে রপ্তানি করা হবে না। এই কথা জানানো হয়েছে জো বাইডেনের প্রশাসনের পক্ষ থেকে। আর এই বিষয়টি নিয়েই দেখা দিয়েছে চরম বিতর্ক।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান একটি ট্যুইট করে আশ্বাস দিয়েছেন, এই পরিস্থিতিতে ভারতকে সবরকম সাহায্য করার জন্য আমেরিকা সচেষ্ট৷ জেক তাঁর ট্যুইটে লিখেছেন, ভারতে কোভিডের সাংঘাতিক পরিস্থিতিতে গভীরভাবে চিন্তিত আমেরিকা৷ ভারতে আমাদের বন্ধু ও সহযোগীরা যাতে সাহসের সঙ্গে এই অতিমারির বিরুদ্ধে লড়াই করতে পারে সেটাই চাই।
করোনা টিকা তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানি করার জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে আবেদন জানান সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এই রপ্তানি এখনই সম্ভব নয়। এই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানান, মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত মার্কিনীদের টিকা দেওয়া। তারপরই করোনার গুরুত্বপূর্ণ কাঁচামাল ভারতে রপ্তানি করা হবে। তবে বাইডেন প্রশাসন আশ্বাস দিয়েছে, ভারতে যাতে টিকা উৎপাদনে সমস্যা না হয় সেদিকটাও খেয়াল রাখবে তারা।