বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। জানা গিয়েছে,রবিবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের ডাউন আমতা-হাওড়া লোকালের শেষের ৩ নম্বর কামরা ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে পৌঁছয় এআরটি ভ্যান। তৎক্ষণাৎ লাইনচ্যুত কামরাটিকে ট্র্যাকে তোলা হয়। অন্যদিকে,খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।
রেল সূত্রে খবর,স্টেশনে ঢোকার আগে গাড়ির গতি কম থাকায় এদিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যাত্রীরা সুরক্ষিত আছেন বলেই জানা গিয়েছে। তবে,আচমকা এই দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে,ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়া থেকে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেই সূত্রের খবর।
উল্লেখ্য,এর আগে গত মাসেই দক্ষিণ-পূর্ব রেলের আপ হাওড়া ৩৮৯০৯ আমতা লোকাল লাইনচ্যুত হয়। চলন্ত অবস্থাতেই লোকাল ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায়। মাজু স্টেশনে ঢোকার আগেই লোকালটির তিনটি বগি লাইনচ্যুত হয়। রেল সূত্রে খবর,স্টেশনে ঢোকার আগে গাড়ির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি।