প্রবল মোদী সমালোচকই এবার ভূয়সী প্রশংসার ভূমিকায়। করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অমর্ত্য সেন বলেন, অনেক রাষ্ট্রনেতার থেকে আগে করোনার সংক্রমণ নিয়ে ভেবেছেন মোদী। পরিস্থিতি মোকাবিলায় এটা ভারতকে সাহায্য করেছে। তবে এখন অর্থনীতিকে রাস্তায় ফেরানোই চ্যালেঞ্জের। ২০১৬ সালে মোদী যখন নোট বাতিল করেন, তখন সমালোচনায় সবচেয়ে বেশি সরব হয়েছিলেন অমর্ত্য সেন।
অমর্ত্য সেন বলেন, দারিদ্র–দুর্দশা এই দেশে নতুন কিছু নয়। পরিযায়ী শ্রমিকদের জন্য মোদীকে দায়ী করতেও রাজি হননি অমর্ত্য সেন। বরং বলেছেন, ভারতের গরীব মানুষের দুঃখ ও দুর্দশা নতুন কিছু নয়। করোনা সঙ্কটের গুরুত্ব অনেক আগে বুঝে গিয়েছিলেন মোদী। অনেক রাষ্ট্রনেতার থেকে এগিয়ে ভেবেছেন। তবে মোদীর দূরদৃষ্টির প্রশংসার পাশাপাশি সাধারণ মানুষের জীবন–জীবিকা নিয়ে আরও বেশি করে ভাবা উচিত ছিল বলেও মত পোষণ করেছেন অমর্ত্য সেন।
নরেন্দ্র মোদীর প্রশংসা করার পাশাপাশি খোঁচাও দিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, সমস্যার মোকাবিলায় সাধারণ মানুষের জীবন–জীবিকার দিকটা বেশি করে ভাবা উচিত ছিল। উল্লেখ্য, করোন সংক্রমণ রুখতে প্রথম দফায় দেশজুড়ে ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। বন্ধ করে দেওয়া ট্রেন, বাস, বিমান সহ সমস্তরকম আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক পরিবহন। এরপর দ্বিতীয় দফায় ফের ৩ মে পর্যন্ত ১৯ দিনের লকডাউন ঘোষণা করেন। এখন তৃতীয় দফায় ১৭ মে পর্যন্ত ১৪ দিনের লকডাউন জারি রয়েছে।
অনেক বিশ্ব নেতার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা মোকাবিলায় মোদীর উদ্যোগের প্রশংসা করা হয়েছিল। মোদীর প্রশংসা করেছিলেন বিল গেটসও। এবার সেই তালিকায় নয়া সংযোজন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।