বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। বৃহস্পতিবার বীরভূম জেলা জজ আদালতে নোবেলজয়ীর আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ও আরও কয়েকজন আইনজীবী এই আবেদন করেছেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আগামী ১৫ মে শুনানির দিন ধার্য করেছেন। শুনানির সময় সব পক্ষকে হাজির থাকার কথাও বলা হয়েছে নোটিশ দিয়ে।
সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকতনের বাড়ির ১৩ ডেসিমাল জমি ১৫ দিনের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্বভারতী। না হলে তাঁকে উচ্ছেদ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করে না দিলে প্রয়োজনে বল প্রয়োগও করা হবে বলে জানানো হয়েছে নোটিসে। বিশ্বভারতীর এই নোটিশের উপর স্থাগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন। বৃহস্পতিবার বীরভূম জেলা জজ আদালতে নোবেলজয়ীর আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী ও আরও কয়েকজন আইনজীবী এই আবেদন করেছেন। সূত্রের খবর, জেলা জজ না থাকায় ও বিশ্বভারতীর তরফে আগে থেকে ক্যাভিয়েট দাখিল করা থাকায় মামলার শুনানি হয়নি। আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আগামী ১৫ মে শুনানির দিন ধার্য করেছেন। শুনানির সময় সব পক্ষকে হাজির থাকার কথাও বলা হয়েছে নোটিস দিয়ে।
প্রসঙ্গত, ১৯ এপ্রিল রাতে বিশ্বভারতী নোটিশ জারি করে জানিয়ে দেয়, আগামী ১৫ দিনের মধ্যে ১৩ ডেসিমাল জমি দখলে রাখা হয়েছে তা যেন খালি করে দেওয়া হয়। না হলে অমর্ত্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সব ব্যক্তিকে জমি থেকে উচ্ছেদ করা হবে। বিশ্বভারতীর যুক্তি অমর্ত্য সেনকে অনেক সময় দেওয়া হয়েছে। তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। তিনি বা তাঁর কোনও প্রতিনিধি হাজির হননি। তাই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। বর্তমানে বিদেশে রয়েছেন নোবেল জয়ী। তাঁর হয়ে আইনজীবী উচ্ছেদের নোটিসের বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছেন।