করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জানা গিয়েছে, শান্তিনিকেতনে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ৮৮ বছরের অমর্ত্য সেন করোনা পজিটিভ হওয়ায় চিন্তায় রয়েছে তাঁর পরিবার। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
লকডাউনের জেরে গত দু’বছর শান্তিনিকেতনে আসতে পারেননি তিনি। প্রায় ২ বছর পর শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন অমর্ত্য সেন ৷ শান্তিনিকেতনে আসার পর দিন থেকেই অসুস্থ বোধ করেন তিনি।
সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে অমর্ত্যের শারীরিক পরিস্থিতি খারাপ ছিল। তাঁর বার্ধ্যক্যজনিত অসুখ রয়েছে তার। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করান তিনি। সেখানে তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গেছে আজ শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা ছিল। আবার ১০ জুলাই রবিবার লন্ডন চলে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় আপাতত লন্ডনে ফেরা হচ্ছে না অমর্ত্যর। সুস্থ হওয়ার পরেই ফিরবেন বলে জানা গেছে।