প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত অমরনাথ। জানা গেছে, শুক্রবার প্রবল বৃষ্টি ও জলের স্রোতে বেশকয়েক জন যাত্রী ভেসে যান। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ কর্মীরা। নিখোঁজ হয়েছেন আনুমানিক ৪০ জন।
খবর, শুক্রবার বিকেলে এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। অমরনাথ যাত্রার জন্য যাত্রীদের সুবিধার্থে ওই এলাকায় বেশ কিছু তাঁবু ও অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল। কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি ও জলের তোড়ে সেগুলি ক্ষতিগ্রস্থ হয়। এই ঘটনার পর এবছর অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, করোনা মহামারীর জন্য ২ বছর বন্ধ থাকার পর এবছরের ৩০ জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা।
আরও জানা গেছে, প্রায় ১৫ হাজার পূর্ণার্থীকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ -এর উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে উদ্ধার কার্য শুরু করে দিয়েছে। নীলগ্ৰর ও বলটাল এলাকায় যেখানে পূর্ণার্থীরা আটকে রয়েছে সেই দুর্গম স্থানেও পৌঁছে গিয়েছে সেনাবাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ এর দল।
অমরনাথের দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি জানিয়েছেন উদ্ধার কার্য চলছে এবং তিনি সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। এনডিআরএফ এর তিনটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্য চালাচ্ছে। পাশাপাশি আইটিবিপির জওয়ানরা এমআই ১৭ হেলিকপ্টার করে পুণ্যার্থীদের অন্যত্র নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ৪০ জনের কোনো খোঁজ মেলিনি। তাদের সন্ধানে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।