দেশ ব্রেকিং নিউজ

সাংসদ অমর সিং প্রয়াত

রাজনৈতিক মহলে ফের নক্ষত্রপতন!‌ প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা অমর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পারিবারিক সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৩ সালে কিডনির অসুখে আক্রান্ত হয়েছিলেন অমর সিং।
জাতীয় রাজনীতির অলিন্দে তিনি শারীরিক অসুস্থতার মধ্যেই টুইটারে সক্রিয় ছিলেন। শনিবার সকালেও একটি টুইট করে মৃত্যুদিবসে বাল গঙ্গাধর তিলককে স্মরণ করেন তিনি। আরও একটি টুইটে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান অমর সিং। একদিন আগেই কংগ্রেস নেতা সোমেন মিত্র প্রয়াত হয়েছেন। আর আজ চলে গেলেন বহু রাজনৈতিক উত্থান–পতনের নায়ক অমর সিং।
উল্লেখ্য, দলবিরোধী কার্যকলাপের জন্য ২০১০ সালে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত হন অমর সিং। ২০০৮ সালে বামেরা ইউপিএ’‌র থেকে সমর্থন প্রত্যাহার করার পর সমাজবাদী পার্টি সমর্থনের হাত বাড়িয়ে দেয়। আর টিকে যায় মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ–১। সমাজবাদী পার্টির এই সিদ্ধান্তের পেছনে মূল কারিগর অমর সিংই ছিলেন।
সম্প্রতি বিজেপি’‌র প্রতিও তাঁর দুর্বল মনোভাব ব্যক্ত করেছেন অমর।