অধীর আগ্রহে বৃহস্পতিবার থেকেই অপেক্ষা করছেন সকলেই পূর্ব ভারতের তথা রাজ্যের প্রথম সেমি বুলেট ট্রেন ‘বন্দে ভারত’ -এর উদ্বোধনের জন্য। হাওড়া স্টেশনের ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্মের সামনে রয়েছে ভিড়। যদিও গতকাল রাত্রে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে কলকাতার সফর বাতিল করে আমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। তবে কলকাতার সফর পরিবর্তন করলেও ‘বন্দে ভারত’ -এর উদ্বোধন বা গঙ্গা পরিষদের বৈঠক কোনও কিছুই বাতিল হচ্ছে না। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা যাচ্ছে, গুজরাট থেকেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করবেন।
আজ, শুক্রবার সকালে হাওড়া স্টেশনের সামনে ২২ ও ২৩ নম্বর প্লাটফর্মে ঢোকার আগেই বিজেপি কর্মীদের ভিড় শুরু হয়েছে। উপস্থিত হয়েছেন অগ্নিমিত্র পল। উদ্বোধন উপলক্ষে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া বাস ট্যার্মিনাল, লঞ্চ ঘাট সহ পার্কিং এ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
সুরক্ষা ব্যবস্থার জন্য নতুন কমপ্লেক্সর ঢোকার মুখে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট। এছাড়াও স্টেশনর ভিতর প্রবেশ দ্বারে সব গাড়িগুলোতেও চলছে নাকা চেকিং। প্রধানমন্ত্রী না এলেও অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত বিশিষ্টজনদের সুরক্ষার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন সহ আশেপাশের এলাকা।