বিয়ের মৌসুম আসছে। বিভিন্ন পার্টিতে জাঙ্ক জুয়েলারিই ভরসা। অনেকে আছেন যাদের এই ধরনের মেটালের সংস্পর্শে এলেই চুলকানি ও অ্যালার্জি শুরু হয়ে যায়। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারাই বেশি ভোগেন এ ধরনের সমস্যায়। জেনে নিন এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে।
১। কানের দুলের ক্ষেত্রে মেটালের পুশ ব্যবহার না করে সিলিকনের পুশ ব্যবহার করুন। অ্যালার্জির আক্রমণ থেকে অনেকটাই বাঁচবেন।
২। গয়নার উল্টো দিকে স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন। এতে গয়না সরাসরি ত্বকের সংস্পর্শে আসবে না।
৩। যাদের অ্যালার্জির সমস্যা হয়, তারা খুব বেশি সময় জাঙ্ক জুয়েলারি পরে থাকবেন না। ভারি দুল না পরার চেষ্টা করবেন।
৪। বাইরে থেকে ফিরেই এসব দুল খুলে সোনার দুল পরে নিন। এতে দ্রুত অ্যালার্জি কমে যাবে।
৫। পরবর্তী ব্যবহারের জন্য জাঙ্ক জুয়েলারি পরিষ্কার জায়গায় সংরক্ষণ করবেন।