দেশ লিড নিউজ

অন্তঃসত্ত্বা মা ও শিশুকে পুড়িয়ে মারার অভিযোগ

শ্লীলতাহানির প্রতিবাদ করায় ভাইয়ের স্ত্রী এবং শিশুপুত্রকে জীবন্ত পুড়িয়ে মারল এক যুবক। এই ভয়ানক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায়। জানা গিয়েছে, আগুনে পোড়ানোর আগে দু’ জনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ।

মৃত ২২ বছর বয়সি অঞ্জলির স্বামী পেশায় দিনমজুর। তাদের পরিবারে থাকতেন অঞ্জলির ভাসুর কারুপ্পাইয়া। প্রায়ই সে অঞ্জলির সঙ্গে খারাপ করত বলে খবর। গ্রামবাসীদের দাবি, অঞ্জলিকে মারধর করত কারুপ্পাইয়া। ঘটনার দিন অঞ্জলি তাঁর দেড় বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ভেড়া চড়াতে যায়। সেই সময় তাকে হেনস্তা করার চেষ্টা করে তার ভাসুর। সাহায্যের জন্য চিৎকার করতেই আক্রমণ করে কারুপ্পাইয়া। নিজের কুঠার দিয়ে প্রথমে অঞ্জলি ও তার শিশু পুত্র মালারভিজিকে কুপিয়ে তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। পুড়ে মারা যায় অঞ্জলি এবং তার ছোট্ট সন্তান।

অঞ্জলিকে খোঁজাখুঁজি করতেই গ্রামবাসীরা দেখতে পান জ্বলন্ত দেহ দু’ টি। পুলিশ আসার আগেই গ্রামবাসীরা ধরে ফেলেন অভিযুক্ত কারুপ্পাইয়াকে। গ্রামবাসীরা ওই অভিযুক্তকে মারধর করেন । বর্তমানে, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন কারুপ্পাইয়াকে।

পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে মৃতদেহ দু’ টি ময়না তদন্ত করতে পাঠায়। চার মাসের অন্তঃসত্ত্বা অঞ্জলি ও তার ছোট শিশু সন্তানকে জীবন্ত কুপিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।মৃতার স্বামী শিবকুমার তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।