জেলা ব্রেকিং নিউজ

ফের ধর্ষণের অভিযোগ! কোন্নগরে

জন্মদিনের পার্টিতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল কোন্নগরে। ধর্ষণের ভিডিও করেছিল অভিযুক্তরা। সেই ভিডিও দেখিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এর পরই বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর পরিবারের পক্ষ থেকে । অভিযুক্ত চার নাবালককে আটক করে জেরা শুরু করেছে পুলিশ। গোপন জবানবন্দী নিতে শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে ওই নির্যাতিতাকে।

জানা গিয়েছে, গত পয়লা মার্চ ওই তরুণীকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। আর সেই দৃশ্য মোবাইল বন্দী করে রাখে। এরপর সেই ভিডিও দেখিয়ে অভিযুক্তরা বারবার ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। এরপর পুলিশের দ্বারস্থ হয় তরুনীর পরিবার। ঘটনায় অভিযুক্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে এলাকারই চারজনকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, দিন দুয়েক আগে পাড়ার মুদির দোকানে গিয়েছিল মেয়েটি। দোকানের মালিক তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। পরিবারের দাবি, কিশোরীকে ওই দোকানদার বলে, ‘তোর একটা ভিডিও আছে।’ কিশোরীকে ভিডিওটি দেখায় সে। তার পরই বাড়িতে এসে সে পুরো ঘটনাটি জানায়। রাতেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করতে যায় পরিবার। অভিযোগ, পুলিশ এফআইআর করেনি। পরে বৃহস্পতিবার সকালে অভিযোগ নেয় পুলিশ। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে দোকানদারের বিরুদ্ধে কোনও অভিযোগ হয়নি।