জেলা টুকরো খবর

ফের আবাস যোজনার দুর্নীতির অভিযোগ

ফের আবাস যোজনার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে। এবারে দুর্নীতিতে নাম জড়ালো স্থানীয় পঞ্চায়েত সদস্যে ও তার স্বামীর। পঞ্চায়েত সদস্যের স্বামী এলাকায় প্রভাবশালী বলে পরিচিত। সেই সুবাদে এলাকার গরিব অসহায় নিরীহ মানুষজনের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে মোটা অংকের কাটমানি দাবি করে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতে তীব্র চাঞ্চল্য মালদহের কালিয়াচক ১ নং ব্লকের কালিয়াচক ১ নং গ্রাম পঞ্চায়েতের তেতরুটোলা এলাকায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের বিরুদ্ধে এই কান্ড কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট এলাকার আবাস যোজনার তালিকায় নাম থাকা ১৭ জন প্রকৃত উপভোক্তা যাদের কাঁচা বাড়ি রয়েছে, তাদের পাকা বাড়ি পাওয়ার কথা। তবে আশ্চর্যের বিষয় আবাস প্লাস তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই তালিকা থেকে ১৭ জন উপভোক্তাদের নাম রাতারাতি বাদ পড়ল কিভাবে।

পাশাপাশি, ওই গ্রামের দুই থেকে তিন জন প্রকৃত উপভোক্তার আবাসের তালিকায় নাম এসেছিল কিন্তু প্রাপ্য টাকা অন্যজনের একাউন্টে ঢোকানো হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে। প্রশ্ন এখানেই আবেদনকারীর ব্যক্তির নাম এবং যার একাউন্টে টাকা ঢুকেছে তার নাম একই হলেও একাউন্ট নাম্বার কিভাবে একই হয় এখানেও কিন্তু দুর্নীতি।